ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

তারকাদের বঙ্গাব্দ ১৪৩২ বর্ষবরণ…

  • বিনোদন ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

শুরু হলো বঙ্গাব্দ ১৪৩২। নতুন বছর, নতুন উদ্দিপনা…পুরাতনকে পেছনে ফেলে নতুনের স্বপ্নে বিভোর সবার হৃদয়। জরা-জীর্ণতাকে পাশ কাঁটিয়ে ধরাকে অগ্নিস্নানে শুচি করার প্রত্যয় সবার কণ্ঠে।

বর্তমানে সশরীরে নববর্ষ পালনের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে আত্মার নিজস্ব উপলব্ধিকে সবার কাছে পৌঁছে দেওয়ার বড় হাতিয়ার। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় সামিল হয়েছেন শোবিজ তারকারাও। চলুন দেখে নেই তারকাদের ফেসবুকে নববর্ষ পালনের ঢেউ…

শাকিব খান একটি ভিডিও শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’

বৈশাখের রঙিন শাড়িতে ঝলমলে জয়া আহসান নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’

কয়েকমাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মিত ছিলেন আজমেরী হক বাঁধন। তবে নববর্ষের বার্তা দিতে ভুললেন না এই অভিনেত্রী।

নিজের ফেসবুক ওয়ালে তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি, এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমার নিজস্ব একটি মন আছে। আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার। আমি আমার ভুলগুলি স্বীকার করি এবং আমি আমার এই বেড়ে ওঠাকে সম্মান করি। আমার প্রতিটি সাফল্য নিজে অর্জন করেছি। আপনার মন্তব্য আমাকে বিচলিত করে না। আমি জানি আমি কে এবং এখানে পৌঁছানোর জন্য কী করেছি। কোন অনুশোচনা নেই। প্রতিটি  অভিজ্ঞতা একটি শিক্ষা, প্রতিটি পদক্ষেপ গল্পের অংশ যা আমাকে আজকের আমি তৈরি করেছে।  আমি এখনও এগিয়ে যাচ্ছি এবং আমি এগিয়ে যাবো সম্মান, দৃঢ়তা এবং আমার হৃদয় দিয়ে। তোমাদের ভালোবাসা, বিচ্ছুরণ এবং সুস্বাস্থ্য কামনা করছি। নিজের যত্ন নিও।’

গত বৈশাখের পোস্ট শেয়ার করে পরী লিখেছেন, ‘কারোর জীবনের আনন্দের কারণ না হও কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে।’

তবে পরীর আগের বছর ছেলের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের বৈশাখী সন্ধে বিকেল। নববর্ষ ১৪৩১। আমার বাজান, তোমার সাথে রূপকথার জীবন আমার।’

রাফিয়াথ রশিদ মিথিলা লিখেছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা…বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ…এসো..এসো। শুভ নববর্ষ ১৪৩২।’

নববর্ষের রঙে রঙিন হয়ে, লাল-সাদা শাড়িতে দুর্দান্ত, মিষ্টি কিছু ছবি দিয়ে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘বৈশাখ।’

শবনম ফারিয়া লিখেছেন, ‘বছরের প্রথম সারপ্রাইজ! আল্পনা দেখতে এসে দেখি স্পিড ব্রেকার ছাড়া আর কোথাও কোন রঙের অস্তিত্ব এখানে নাই!’

শবনম ফারিয়া লিখেছেন, ‘বছরের প্রথম সারপ্রাইজ! আল্পনা দেখতে এসে দেখি স্পিড ব্রেকার ছাড়া আর কোথাও কোন রঙের অস্তিত্ব এখানে নাই!’

আব্দুন নূর সজল লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।

পিয়া জান্নাতুল লিখেন, ‘নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!’

ট্যাগস :

তারকাদের বঙ্গাব্দ ১৪৩২ বর্ষবরণ…

আপডেট সময় : ০১:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

শুরু হলো বঙ্গাব্দ ১৪৩২। নতুন বছর, নতুন উদ্দিপনা…পুরাতনকে পেছনে ফেলে নতুনের স্বপ্নে বিভোর সবার হৃদয়। জরা-জীর্ণতাকে পাশ কাঁটিয়ে ধরাকে অগ্নিস্নানে শুচি করার প্রত্যয় সবার কণ্ঠে।

বর্তমানে সশরীরে নববর্ষ পালনের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে আত্মার নিজস্ব উপলব্ধিকে সবার কাছে পৌঁছে দেওয়ার বড় হাতিয়ার। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় সামিল হয়েছেন শোবিজ তারকারাও। চলুন দেখে নেই তারকাদের ফেসবুকে নববর্ষ পালনের ঢেউ…

শাকিব খান একটি ভিডিও শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’

বৈশাখের রঙিন শাড়িতে ঝলমলে জয়া আহসান নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’

কয়েকমাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মিত ছিলেন আজমেরী হক বাঁধন। তবে নববর্ষের বার্তা দিতে ভুললেন না এই অভিনেত্রী।

নিজের ফেসবুক ওয়ালে তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি, এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমার নিজস্ব একটি মন আছে। আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার। আমি আমার ভুলগুলি স্বীকার করি এবং আমি আমার এই বেড়ে ওঠাকে সম্মান করি। আমার প্রতিটি সাফল্য নিজে অর্জন করেছি। আপনার মন্তব্য আমাকে বিচলিত করে না। আমি জানি আমি কে এবং এখানে পৌঁছানোর জন্য কী করেছি। কোন অনুশোচনা নেই। প্রতিটি  অভিজ্ঞতা একটি শিক্ষা, প্রতিটি পদক্ষেপ গল্পের অংশ যা আমাকে আজকের আমি তৈরি করেছে।  আমি এখনও এগিয়ে যাচ্ছি এবং আমি এগিয়ে যাবো সম্মান, দৃঢ়তা এবং আমার হৃদয় দিয়ে। তোমাদের ভালোবাসা, বিচ্ছুরণ এবং সুস্বাস্থ্য কামনা করছি। নিজের যত্ন নিও।’

গত বৈশাখের পোস্ট শেয়ার করে পরী লিখেছেন, ‘কারোর জীবনের আনন্দের কারণ না হও কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে।’

তবে পরীর আগের বছর ছেলের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের বৈশাখী সন্ধে বিকেল। নববর্ষ ১৪৩১। আমার বাজান, তোমার সাথে রূপকথার জীবন আমার।’

রাফিয়াথ রশিদ মিথিলা লিখেছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা…বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ…এসো..এসো। শুভ নববর্ষ ১৪৩২।’

নববর্ষের রঙে রঙিন হয়ে, লাল-সাদা শাড়িতে দুর্দান্ত, মিষ্টি কিছু ছবি দিয়ে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘বৈশাখ।’

শবনম ফারিয়া লিখেছেন, ‘বছরের প্রথম সারপ্রাইজ! আল্পনা দেখতে এসে দেখি স্পিড ব্রেকার ছাড়া আর কোথাও কোন রঙের অস্তিত্ব এখানে নাই!’

শবনম ফারিয়া লিখেছেন, ‘বছরের প্রথম সারপ্রাইজ! আল্পনা দেখতে এসে দেখি স্পিড ব্রেকার ছাড়া আর কোথাও কোন রঙের অস্তিত্ব এখানে নাই!’

আব্দুন নূর সজল লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।

পিয়া জান্নাতুল লিখেন, ‘নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!’