পবিত্র রমজান মাস চলছে, সামনে ঈদুল ফিতর। ঈদ উৎসবকে ঘিরে দেশে বেড়েছে কেনাকাটার ধুম। পরিবার-পরিজনের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরাও বাড়তি অর্থ পাঠাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মার্চ মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে সোয়া দুই বিলিয়ন বা ২২৫ কোটি ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেড়েছে। গত বছর মার্চের প্রথম ১৯ দিনে এসেছিল ১২৬ কোটি ডলার। চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই থেকে মার্চের ১৯ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৪ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রতি মাসেই দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। গেলো ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার। অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা সাত মাস রেমিট্যান্স প্রবাহ দুই বিলিয়ন ডলারের ওপরে রয়েছে।
বিশ্লেষকদের মতে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের অর্থ পাঠানোর হার আরও বাড়তে পারে। মাসের শেষ নাগাদ রেমিট্যান্স নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.