প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা করবেন।
অধ্যাপক ইউনূস শনিবার সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
অধ্যাপক ইউনূস একই দিন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.