প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১২:৫১ এ.এম
গাজায় গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথের উদ্যোগে পূর্ব লন্ডনে প্রতিবাদ সমাবেশ ও দোয়ার মাহফিল

গাজায় বর্বর ইসরাইলি কর্তৃক গণহত্যার প্রতিবাদে গতকাল ৮ এপ্রিল খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ পূর্ব লণ্ডনের এশাতুল ইসলাম মসজিদ মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ।সংগঠণের সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের সালেহ ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন -ওলামায়ে কেরাম , কাউন্সিলার ,সাবেক ডেপুটি মেয়র ও কমিউনিটি নেতৃবৃন্দ ।সভায় বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা -বর্বর ইসরাইলিদের গণহত্যার তীব্র ক্ষোভ ,প্রতিবাদ ও নিন্দা জানান ।তারা -সকল মুসলিম রাষ্ট্র প্রধানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলী সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার। আহ্বান জানান ।গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের জরুরী হস্তক্ষেপ কামনা করেন ।
শারিরীক অসুস্থতা নিয়ে আমি এই সভায় যোগ দেই ।আমি খেলাফত মজলিসকে এই জরুরী প্রতিবাদ সমাবেশ আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি ।সভাশেষে ফিলিস্তিনী জনগণের শান্তি ও বিজয়ের জন্য দোয়া করা হয় ।
Editor and Publisher: Ahmed Ali
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.