মৌলভীবাজারে ছাত্র বৈষম্য ৪টি মামলার সাবেক ছাত্র লীগের আনিসুল ইসলাম চৌধুরী তুষার (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের বড়হাট নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনিসুল ইসলাম চৌধুরী তুষার বড়হাট এলাকার সাবেক পৌর কাউন্সিলর মৃত আতিকুল ইসলামের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় ছাত্র বৈষম্য আন্দোলনের মামলা রয়েছে।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.