১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ০৭:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নিচু ধুমি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান দুই আসামী ১। মোঃ আলামিন (৩০), পিতা-সাধু, সাং-নিচুধুমি, ২। মোঃ আওয়াল (৩১), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগী সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক এর উপর হামলা করেন। পরবর্তীতে উক্ত সম্পাদক বাদী হয়ে গত ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নামে চাঁপাইনববাগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের অল্প সময়ের মধ্যে মামলার অন্যতম ১ ও ২নং আসামীকে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নিচুধুমি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে র্যা বের অপারেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.