গত ১৫ এপ্রিল ছিল সাংবাদিক ও সমাজ সেবক ,ডেইলি সানরাইজের সম্পাদক ও প্রকাশক জনাব আহমদ আলীর মেয়ে জামিমা আলীর সাথে ইউকে প্রবাসী মোঃ রহমান এঁর শুভ বিবাহ সম্পন্ন হয়।
দিনটি আর দশটি দিনের মতো শুরু হলেও এ দিনটির গুরুত্ব অনেক বেশি। পারিবারিক ভাবে গত ১৫ এপ্রিল একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই দম্পতি ।
বন্ধু-শোভাকাঙ্খীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন সাংবাদিক কন্যা জামিমা আলী । সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন কে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন নেটিজেনরা।
জানতে চাইলে মোঃ রহমান বলেন, আল্লাহর রহমতে একজন মনের মতো সহধর্মিনী পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। আগামী দিনগুলো হাসি আনন্দে কাটাতে পারি এই দোয়া করবেন সবাই।
ডেইলি সানরাইজের সম্পাদক ও প্রকাশক জনাব আহমদ আলী এর কন্যার শুভ বিবাহের এই মাহেন্দ্রক্ষণে, দেশ-বিদেশের ডেইলি সানরাইজ এঁর প্রতিনিধি, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
তারা বলেন, এই শুভক্ষণে আমরা প্রার্থনা করি, নবদম্পতির জীবন ভরে উঠুক অফুরন্ত সুখ, শান্তি, আর সমৃদ্ধিতে। তাদের সম্পর্ক হোক ভালোবাসা, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার মজবুত বন্ধনে আবদ্ধ।
"আনন্দে ভরে উঠুক তাদের দাম্পত্য জীবন এবং মানবতাবাদী আদর্শে তারা থাকুন দৃঢ় ও অনুপ্রাণিত।"
ডেইলি সানরাইজের সম্পাদক ও প্রকাশক জনাব আহমদ আলীর সাথে কথা বললে তিনি বলেন , দেশ বিদেশের অসংখ্য সাংবাদিক , লেখক , কলামিষ্ট ও আমার সহকর্মী বৃন্দ আমার মেয়ের বিয়েতে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন , আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই , সবাই আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন ।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.