রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপি, সিপিবি, বাসদের সিনিয়র নেতারা। রবিবার (২০ এপ্রিল) বিকাল ৪টা ৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে’ সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ রয়েছেন।
বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ায় কোনও ছবি তোলার সুযোগ দেওয়া হয়নি।
বাম নেতারা ইতোমধ্যে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তারা চা-চক্রে মিলিত হচ্ছেন বিএনপির নেতাদের সঙ্গে।
বিএনপির সিনিয়র নেতারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে আদায়ের লক্ষে সর্বদলীয় ঐক্য তৈরির অংশ হিসেবে বাম, প্রগতিশীল দলগুলোর সঙ্গে আলোচনা করছে বিএনপি।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.