চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার সিরিজটি খেলতে দেশ ছাড়ছেন যুবা ক্রিকেটাররা। এই সফরকে সামনে রেখে বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।
আগামী ২৬ এপ্রিল শুরু হবে সিরিজ। তবে তার আগে ২৪ এপ্রিল এক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়।
যুবাদের দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প চলেছে রাজশাহীতে। সেই ক্যাম্পের পারফরম্যান্স, শারীরিক প্রস্তুতি ও সম্ভাবনা বিবেচনায় রেখেই গড়া হয়েছে চূড়ান্ত স্কোয়াড।১৫ জনের মূল স্কোয়াড ঘোষণা করলেও ইনজুরি বা অন্য যেকোনও প্রয়োজন বিবেচনায় পাঁচজন অতিরিক্ত ক্রিকেটারকে রাখা হয়েছে।
১৫ সদস্যের স্কোয়াড: জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, কালাম সিদ্দিকি অ্যালিন, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই: রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ ও শাহরিয়ার আল আমিন।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.