আজ বিকাল ৩ টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট এম এ জি উসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেছেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবকিএবং ডেইলি সানরাইজের সম্পাদক ও প্রকাশক জনাব আহমদ আলী।
[caption id="attachment_1782" align="alignnone" width="1024"] বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন সিনিয়র সাংবাদিক ও সমাজ সেবক আহমদ আলী।[/caption]
ইউকে থেকে তিনি দেশে পৌছালে স্থানীয় সাংবাদিক,ব্যবসায়ী ও রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ তাহাকে বিমান বন্দরে ফুলের শুভেচ্ছা জানান ,এসময় তিনি দেশের চলমান পরিস্থিতি ও বিমান বন্দরের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সাংবাদিক দের সাথে কথা বলেন ।
পরে সাংবাদিক আহমদ আলী কে সিলেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে অভ্যর্থনা জানান ডেইলি সানরাইজের কান্ট্রি এডিটর শাহ মাছুম ফারুকী,দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফ আহমদ ।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.