রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের ১১ তলার ছাদে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট শনিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি জানান, সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখনও আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
এর আগে রাত ৮টা ২৫ মিনিটে পল্টনের সাব্বির টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৮টা ৩২ মিনিটে।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.