গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে আধ্যাত্মিক রাজধানী সিলেট। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির।
বৃহষ্পতিবার দিবাগত রাত ১টার দিকে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি শুরু করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে একাত্মতাপোষন করেন ছাত্র শিবির।
অবস্থান কর্মসূচি চলাকালে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচিতে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক আলী নাসের, সিলেট জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহান, ফয়সল আহমদ, নাদির আহমদ, জহিরুল ইসলাম, আরিফ হোসেন, দেলোয়ার হোসেন রনি, জাকির হোসেন, সায়মন সাদিক জুনেদ, জামাল খাল, মুস্তাকিম আহমদ মোস্তাক, আবু সাঈদ, আতাহার আলী, হিফজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার ভারপ্রাপ্ত আহবায়ক সালমান আহমেদ, খোরশেদ, সদস্য সচিব নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান, সংগঠক জামিল আহমদ, এনসিপির সংগঠক এমাদ উদ্দিন রাজু, সংগীত শিল্পী শালিন আহমদ প্রমূখ।
অবস্থান কর্মসূচিতে একাত্মতা পোষন করেছে ছাত্রশিবির ও এবি পার্টি।
এদিকে রাত আড়াইটার দিকে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রশিবির।
মিছিলটি নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আম্বরখানার দিকে চলে যায়।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.