কুলাউড়ায় পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৪) নামের একজনকে মারাত্মক ভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। ৯ জুন কুলাউড়া সিএনজি পাম্পের সম্মুখে এই ঘটনাটি ঘটে।
উপজেলা ভূকশীমইল ইউনিয়নের গৌড়করন গ্রামের মোঃ বদরুল ইসলামের ছেলে কুলাউড়া সিএনজি পাম্পের সম্মুখে কুলাউড়া বাইক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলামকে একই ইউনিয়নের কয়েছ মিয়ার ছেলে অলীদ আহমদ (৩০) সহ আরো অজ্ঞাতনামা দু-তিন জন কিছু বুজেউঠার আগেই লাঠি দিয়া বেধড়ক মারপিট শুরু করে এতে গুরুতর আহত হন স্বত্বাধিকারী রফিকুল ইসলাম এসময় তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
এর আগে একই দিন সকাল ১১ টা ৩০ মিনিটের সময় তাকে না পেয়ে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান কুলাউড়া বাইক সেন্টার দরজা, কম্পিউটার, বিক্রয়োকৃত মবিল,ভাঙচুর করিয়া প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে এবং যাবার সময় পরবর্তীতে আবার পেলে (রফিকুল ইসলামকে) প্রাণনাশের হুমকি দিয়ে যায়।এদিকে শুক্রবার কুলাউড়া থানার একটি জিডি করা হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.