মার্কিন সেনাদের ব্যবহৃত আল-উদেইদ ঘাঁটিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলা কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের পাশাপাশি জাতিসংঘ সনদ লঙ্ঘনেরও শামিল।
আল-আনসারি এক বিবৃতিতে বলেন, কাতার রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইনের আওতায় এই নির্লজ্জ আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
তিনি আরও বলেছেন, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে হামলার মোকাবিলা করা হয়েছে।
আল-উদেইদ ঘাঁটি কাতারে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। এখান থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে।
সূত্র: আল জাজিরা
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.