ক্যাথলিক চার্চের দূত (অ্যাপোস্টলিক নুনসিও) আর্চবিশপ কেভিন এস. র্যান্ডাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আর্চবিশপ র্যান্ডাল প্রফেসর ইউনূসকে আগামী ৬-১২ সেপ্টেম্বর রোমে অনুষ্ঠেয় আন্তঃধর্মীয় সংলাপের জন্য আমন্ত্রণ জানান ।
সাক্ষাতে আর্চবিশপ অনুষ্ঠেয় সংলাপের লক্ষ্য, উদ্দেশ্য এবং পদ্ধতি নিয়ে আলোচনা করে।
তিনি বলেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে সহনশীলতা, সম্প্রীতি ও বন্ধুত্বের সংস্কৃতি গড়ে তোলা।
আর্চবিশপ র্যান্ডাল সেপ্টেম্বরে রোমে প্রধান উপদেষ্টাকে ফ্রাটেলি টুটি ফাউন্ডেশনের অপর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা ইউনূস আমন্ত্রণ জানানোর জন্য আর্চবিশপকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এটি একটি বড় আয়োজন। আপনাদের শুভ কামনা জানাচ্ছি।
এসময় তিনি নতুন পোপ চতুর্দশ লিওকে শুভেচ্ছা জানান।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.