আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর শাখা।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিব আল মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল হাসান। বিশেষ বক্তা ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতিরা আদিবাসী নয়; তারা ইতিহাসে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, ভারত, চীনসহ বিভিন্ন স্থান থেকে অভিবাসী হয়ে এখানে বসতি স্থাপন করেছে। সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে কোনো আদিবাসী নেই, বরং তারা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, ‘আদিবাসী’ স্বীকৃতির নামে একটি গোষ্ঠী ‘জুম্মলেন্ড’ নামে পৃথক রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতিদের ‘আদিবাসী’ না বলার অনুরোধ করেন।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.