হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া আল আমিন হোটেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সকালে বানের পানিতে মাছ ধরতে বের হন। পথ পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত মোফাজ্জলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বাসটি দ্রুত পালিয়ে যায় এবং সেটি শনাক্তে পুলিশ কাজ করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
UK Office:76 Katherine Road,Eastham,London,UK. G-mail:dailysunrise24@gmail.com
Copyright © 2025 Daily Sunrise 24. All rights reserved.