ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
শিরোনাম ::
Logo মক্কায় জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদের শাখা কমিটি গঠিত Logo ফোন দিয়ে ‘চোর’ বলল, ক্যাশে টাকা কম ছিল তাই বস্তাভরে মালামাল নিয়ে এসেছি Logo মক্কায় কোরআনে বর্ণিত নবী রাসূলদের কাহিনী গ্রন্থের প্রকাশনা উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo প্ৰধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি Logo প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময় Logo জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বার্তা Logo দীর্ঘ ৮ বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন খালেদা জিয়ার Logo পিকিং বিশ্ববিদ্যালয়ে শনিবার বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা, নেবেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি Logo ঢাকা-সিলেট মহাসড়কে র‍্যাবের বিশেষ তল্লাশি ও টহল Logo বাগেরহাটে বিএনপি নেতা মনিরুল ইসলাম খান এঁর ব্যতিক্রমী উদ্যোগ

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব অন্যায়ের বিচার করবে: তারেক রহমান

  • নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিগত ১৬ বছরের গুম, খুনসহ সব অন্যায়ের বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৬ মার্চ) গুলশান-২ এর একটি রেস্টুরেন্টে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়। এতে বিগত দিনে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থান নিহত ও আহত বেশ কয়েকটি পরিবার ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধ্যক্ষ ও সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল প্রমুখ।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্তদের ন্যায্যবিচার নিশ্চিত করে দেশের মানুষকে বোঝাতে হবে, অন্যায়কারী অন্যায়কারীই। তাদের বিচার অবশ্যই হতে হবে। বিগত দিনে যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা ভুক্তভোগী হয়েছেন। আমিও আপনাদের বাইরে নই। আমি ও আমার হারিয়ে যাওয়া ছোট ভাইটিও আপনাদেরই অংশ। কারণ আমরাও আপনাদের মতো নির্যাতনের শিকার হয়েছিলাম।‘

তিনি বলেন, ‘এতদিন হয়তো আপনাদের একটি কথা বলা হয়নি। গত কয়েকদিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে হম্মাম কাদের চৌধুরীও ছিলেন। পরবর্তী সময়ে আমার সঙ্গে দেখা করে হম্মাম বলেছিলেন— ভাইয়া আপনাকে যেখানে রাখা হয়েছিল আমিও সেখানে ছিলাম। অর্থাৎ আমারা অনেকেই আয়নাঘর থেকে ঘুরে এসেছি। অনেকেই আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ হয়তো ফিরে আসেননি।’

এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়েই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা এতটুকু যেহেতু আসতে পেরেছি, ইনশাল্লাহ সামনের পথটুকুও পাড়ি দিতে সক্ষম হবো ‘

গুম, খুন হওয়া পরিবারগুলোর প্রতি যে অন্যায় ও অবিচার করা হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আগামীতে একটি নির্বাচিত সরকার আসলে, অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। কারণ আমরা যদি তাদের প্রতি অন্যায়ের বিচার না করেত পারি, তাহলে ভবিষ্যতে আবারও অন্যায় সংগঠিত হতে পারে।’

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের প্রত্যাশা ও জনগণের প্রত্যাশা আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণ যাদেরকে সমর্থন দেবে তারা সরকার গঠন করবে। আমি বিশ্বাস করি, সমস্ত রাজনৈতিক দল এবিষয়ে একমত পোষণ করবেন।’ অনুষ্ঠানে অংশগ্রহণ করায় তিনি নির্যাতনের শিকার পরিবারগুলোকে শুভেচ্ছা জানান।

‘আমরা বিএনপি পরিরবার’-এর সভাপতি আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, আবুল কাশেম।

বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন দীর্ঘ সাড়ে তিন বছর গুম ছিলেন। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, তার ডান পা ভেঙে দেওয়া হয়েছে।

আনিছুর রহমান বলেন, ‘যখন মনে হতো সন্তান ও বাবা মায়ের সাথে দেখা হবে না। তখন কষ্টে বুকটা ফেটে যেতো। তিনি বলেন ৫ আগস্টের পর হাসি আসে না। কারণ যারা হারিয়ে গেছে তারা কেমন আছে?  সব সময় সে চিন্তা এসে যায়।

গত ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা বলেন, আমার বড় ছেলের মৃত্যুর পর ১৯ আগস্ট ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। এখন ছোট চিকিৎসা করবো নাকি বড় ছেলেকে স্মরণ করবো, তা ভেবে দিশেহারা হয়ে পড়ি।

গত ৪ আগস্ট ফার্মেগেট গুলিবিদ্ধ শহিদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান বলেন, তার গুলিবিদ্ধ ছেলেকে চিকিৎসা নিতে দেয়নি ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা। তিনি হত্যাকারীদের বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি খুনিদের বিচার দেখতে চান।

ইফতারের আগে তারেক রহমানের পক্ষ থেকে দুই শহিদ পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়াও ভুক্তভোগী পরিবারগুলোকে ঈদের উপহার দেওয়া করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম ও মোস্তফা জামান-ই সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর হেলাল ও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

ট্যাগস :

মক্কায় জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদের শাখা কমিটি গঠিত

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব অন্যায়ের বিচার করবে: তারেক রহমান

আপডেট সময় : ০৩:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিগত ১৬ বছরের গুম, খুনসহ সব অন্যায়ের বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৬ মার্চ) গুলশান-২ এর একটি রেস্টুরেন্টে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়। এতে বিগত দিনে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থান নিহত ও আহত বেশ কয়েকটি পরিবার ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধ্যক্ষ ও সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল প্রমুখ।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্তদের ন্যায্যবিচার নিশ্চিত করে দেশের মানুষকে বোঝাতে হবে, অন্যায়কারী অন্যায়কারীই। তাদের বিচার অবশ্যই হতে হবে। বিগত দিনে যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা ভুক্তভোগী হয়েছেন। আমিও আপনাদের বাইরে নই। আমি ও আমার হারিয়ে যাওয়া ছোট ভাইটিও আপনাদেরই অংশ। কারণ আমরাও আপনাদের মতো নির্যাতনের শিকার হয়েছিলাম।‘

তিনি বলেন, ‘এতদিন হয়তো আপনাদের একটি কথা বলা হয়নি। গত কয়েকদিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে হম্মাম কাদের চৌধুরীও ছিলেন। পরবর্তী সময়ে আমার সঙ্গে দেখা করে হম্মাম বলেছিলেন— ভাইয়া আপনাকে যেখানে রাখা হয়েছিল আমিও সেখানে ছিলাম। অর্থাৎ আমারা অনেকেই আয়নাঘর থেকে ঘুরে এসেছি। অনেকেই আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ হয়তো ফিরে আসেননি।’

এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়েই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা এতটুকু যেহেতু আসতে পেরেছি, ইনশাল্লাহ সামনের পথটুকুও পাড়ি দিতে সক্ষম হবো ‘

গুম, খুন হওয়া পরিবারগুলোর প্রতি যে অন্যায় ও অবিচার করা হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আগামীতে একটি নির্বাচিত সরকার আসলে, অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। কারণ আমরা যদি তাদের প্রতি অন্যায়ের বিচার না করেত পারি, তাহলে ভবিষ্যতে আবারও অন্যায় সংগঠিত হতে পারে।’

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের প্রত্যাশা ও জনগণের প্রত্যাশা আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণ যাদেরকে সমর্থন দেবে তারা সরকার গঠন করবে। আমি বিশ্বাস করি, সমস্ত রাজনৈতিক দল এবিষয়ে একমত পোষণ করবেন।’ অনুষ্ঠানে অংশগ্রহণ করায় তিনি নির্যাতনের শিকার পরিবারগুলোকে শুভেচ্ছা জানান।

‘আমরা বিএনপি পরিরবার’-এর সভাপতি আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, আবুল কাশেম।

বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন দীর্ঘ সাড়ে তিন বছর গুম ছিলেন। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, তার ডান পা ভেঙে দেওয়া হয়েছে।

আনিছুর রহমান বলেন, ‘যখন মনে হতো সন্তান ও বাবা মায়ের সাথে দেখা হবে না। তখন কষ্টে বুকটা ফেটে যেতো। তিনি বলেন ৫ আগস্টের পর হাসি আসে না। কারণ যারা হারিয়ে গেছে তারা কেমন আছে?  সব সময় সে চিন্তা এসে যায়।

গত ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা বলেন, আমার বড় ছেলের মৃত্যুর পর ১৯ আগস্ট ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। এখন ছোট চিকিৎসা করবো নাকি বড় ছেলেকে স্মরণ করবো, তা ভেবে দিশেহারা হয়ে পড়ি।

গত ৪ আগস্ট ফার্মেগেট গুলিবিদ্ধ শহিদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান বলেন, তার গুলিবিদ্ধ ছেলেকে চিকিৎসা নিতে দেয়নি ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা। তিনি হত্যাকারীদের বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি খুনিদের বিচার দেখতে চান।

ইফতারের আগে তারেক রহমানের পক্ষ থেকে দুই শহিদ পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়াও ভুক্তভোগী পরিবারগুলোকে ঈদের উপহার দেওয়া করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম ও মোস্তফা জামান-ই সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর হেলাল ও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।