
এস এস সি পরীক্ষা কে সামনে রেখে বাগেরহাটে বিএনপি নেতা মনিরুল ইসলাম খান এঁর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মনিরুল ইসলাম খান তার নির্বাচনী এলাকায় ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছেন। এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খোঁজখবর নিচ্ছেন এবং উপহার হিসেবে কলম তুলে দিচ্ছেন তার হাতে।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ছাত্রছাত্রীদের হাতে বই খাতা কলমের পরিবর্তে মাদক ও অস্ত্র তুলে দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল।
“পরীক্ষা দিলে পাস” এই নীতির পরিবর্তন ঘটানোর জন্য তার এই ব্যতিক্রমী প্রচারণা। তিনি সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, টাকা জমিয়ে সম্পদ নয়, সন্তানকে সম্পদে পরিণত করুন। তিনি প্রতিটি সন্তানের পিতা মাতাকে সন্তানের সঠিক যত্ন নেওয়ার জন্য পরামর্শ দেন।