ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
শিরোনাম ::
Logo জুড়ীতে তিন ইউনিয়নে বিএনপি সম্মেলন স্থগিত Logo “শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব দেশ নতুন করে” – মৌলভীবাজারে ঐক্য ও সংকল্পের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত Logo ২২বছর পর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কুমিল্লা Logo শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠনের কয়েক হাজার শ্রমিকের উপস্থিতিতে মে দিবস উদযাপন Logo ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ট্রাষ্টের ভুমি দখল Logo নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান। Logo চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার Logo মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার Logo মানুষের মুক্তির জন্য আমরা লড়াই করছিঃ জুড়ীতে ডা. শফিকুর রহমান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বোমা উদ্ধার

ওসমানী মেডিক্যালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি, তদন্তে কমিটি

ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই চিকিৎসককে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রোগীর স্বজন ও চিকিৎসকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে ওই চিকিৎসককে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন আরেকজন। তখন ওই চিকিৎসক ক্ষিপ্ত হয়ে লাথি দিয়ে বসেন রোগীর স্বজনকে।

এমন একটি ভিডিও রবিবার (২৭ এপ্রিল) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। রবিবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিচতলার ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। এদিকে, রবিবারের এ ঘটনায় হাসপাতালের পরিচালক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

জানা গেছে, হাসপাতালের সার্জারি ওয়ার্ডে জুবায়ের আহমদ (২২) নামের এক রোগীকে নিয়ে এ ঘটনার সূত্রপাত। সুনামগঞ্জের গোবিন্দগঞ্জের কলাগাঁও এলাকার বাসিন্দা জুবায়ের শুক্রবার থেকে পেটের নিচে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার দুপুরে জুবায়েরের পাশে তার বন্ধু মিজান আহমদ (২২) ছিলেন। মিজানের সঙ্গেই তন্ময় দেবনাথ নামের ওই চিকিৎসকের বাগবিতণ্ডা এবং লাথি দেওয়ার ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, তন্ময় দেবনাথ নামের ওই চিকিৎসক স্নাতকোত্তর ‘ফেজ-বি’–এর আবাসিক শিক্ষার্থী। রোগীর স্বজনের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে কোনও কথার জেরে মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন জুবায়েরের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজান আহমদ ওই চিকিৎসককে ডাক দিয়েছিলেন। কিন্তু তিনি সাড়া দেননি। পরে মিজানকে ডেকে নিয়ে ব্যবহার ঠিক করার কথা বলেছেন ওই চিকিৎসক। একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে মিজানের বাগবিতণ্ডা হয়। এতে ওই চিকিৎসক তাকে লাথি দিয়েছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই চিকিৎসককে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

ট্যাগস :

জুড়ীতে তিন ইউনিয়নে বিএনপি সম্মেলন স্থগিত

ওসমানী মেডিক্যালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি, তদন্তে কমিটি

আপডেট সময় : ০৯:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রোগীর স্বজন ও চিকিৎসকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে ওই চিকিৎসককে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন আরেকজন। তখন ওই চিকিৎসক ক্ষিপ্ত হয়ে লাথি দিয়ে বসেন রোগীর স্বজনকে।

এমন একটি ভিডিও রবিবার (২৭ এপ্রিল) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। রবিবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিচতলার ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। এদিকে, রবিবারের এ ঘটনায় হাসপাতালের পরিচালক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

জানা গেছে, হাসপাতালের সার্জারি ওয়ার্ডে জুবায়ের আহমদ (২২) নামের এক রোগীকে নিয়ে এ ঘটনার সূত্রপাত। সুনামগঞ্জের গোবিন্দগঞ্জের কলাগাঁও এলাকার বাসিন্দা জুবায়ের শুক্রবার থেকে পেটের নিচে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার দুপুরে জুবায়েরের পাশে তার বন্ধু মিজান আহমদ (২২) ছিলেন। মিজানের সঙ্গেই তন্ময় দেবনাথ নামের ওই চিকিৎসকের বাগবিতণ্ডা এবং লাথি দেওয়ার ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, তন্ময় দেবনাথ নামের ওই চিকিৎসক স্নাতকোত্তর ‘ফেজ-বি’–এর আবাসিক শিক্ষার্থী। রোগীর স্বজনের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে কোনও কথার জেরে মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন জুবায়েরের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজান আহমদ ওই চিকিৎসককে ডাক দিয়েছিলেন। কিন্তু তিনি সাড়া দেননি। পরে মিজানকে ডেকে নিয়ে ব্যবহার ঠিক করার কথা বলেছেন ওই চিকিৎসক। একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে মিজানের বাগবিতণ্ডা হয়। এতে ওই চিকিৎসক তাকে লাথি দিয়েছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই চিকিৎসককে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’