ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির

  • খেলা ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

পিএসজির অপরাজিত থাকার মর্যাদা মাটিতে মিশে গেছে আগের রাউন্ডের ম্যাচে। নাইসের কাছে ৩-১ গোলে হার মেনেছিল। পরের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জেতে ফরাসি চ্যাম্পিয়নরা।

এবার দ্বিতীয় লেগে গানারদের স্বাগত জানানোর আগের ম্যাচেও হার মানলো পিএসজি। আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে খেলা কেবল জোয়াও নেভেসকে এদিন মাঠে নামান লুইস এনরিকে। মানে ওই ম্যাচে খেলা ১০ জনকে বেঞ্চে রাখেন তিনি। মূলত বুধবারের ফিরতি ম্যাচের আগে খেলোয়াড়দের বিশ্রাম দিতে চেয়েছিলেন এনরিকে।

২০ মিনিট পরই পিএসজি পিছিয়ে পড়ে। তাদের ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ বেখেয়ালে স্ত্রাসবোর্গের মামাদো সারের কর্নার নিজের জালে জড়িয়ে দেন।

প্রথমার্ধের স্টপেজ টাইমে স্ত্রাসবোর্গ লিড দ্বিগুণ করেন। ফেলিক্স লেমারেচাল বক্সের বাইরে থেকে বল নিয়ে বাঁকানো শটে জাল কাঁপান।

দ্বিতীয়ার্ধে এক মিনিট না পার হতেই মাঝমাঠ থেকে দৌড়ে এসে একটি গোল শোধ দেন পিএসজির ব্রাডলি বারকোলা। শেষ ৪৫ মিনিটে ফরাসি চ্যাম্পিয়নরা চাপ তৈরি করলেও হার এড়ানোর জন্য গোলের দেখা পায়নি। তাতে লিগে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পায় পিএসজি।

ট্যাগস :

আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির

আপডেট সময় : ১২:৪৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

পিএসজির অপরাজিত থাকার মর্যাদা মাটিতে মিশে গেছে আগের রাউন্ডের ম্যাচে। নাইসের কাছে ৩-১ গোলে হার মেনেছিল। পরের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জেতে ফরাসি চ্যাম্পিয়নরা।

এবার দ্বিতীয় লেগে গানারদের স্বাগত জানানোর আগের ম্যাচেও হার মানলো পিএসজি। আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে খেলা কেবল জোয়াও নেভেসকে এদিন মাঠে নামান লুইস এনরিকে। মানে ওই ম্যাচে খেলা ১০ জনকে বেঞ্চে রাখেন তিনি। মূলত বুধবারের ফিরতি ম্যাচের আগে খেলোয়াড়দের বিশ্রাম দিতে চেয়েছিলেন এনরিকে।

২০ মিনিট পরই পিএসজি পিছিয়ে পড়ে। তাদের ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ বেখেয়ালে স্ত্রাসবোর্গের মামাদো সারের কর্নার নিজের জালে জড়িয়ে দেন।

প্রথমার্ধের স্টপেজ টাইমে স্ত্রাসবোর্গ লিড দ্বিগুণ করেন। ফেলিক্স লেমারেচাল বক্সের বাইরে থেকে বল নিয়ে বাঁকানো শটে জাল কাঁপান।

দ্বিতীয়ার্ধে এক মিনিট না পার হতেই মাঝমাঠ থেকে দৌড়ে এসে একটি গোল শোধ দেন পিএসজির ব্রাডলি বারকোলা। শেষ ৪৫ মিনিটে ফরাসি চ্যাম্পিয়নরা চাপ তৈরি করলেও হার এড়ানোর জন্য গোলের দেখা পায়নি। তাতে লিগে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পায় পিএসজি।