ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম ::
Logo জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন Logo জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি মাসুম রেজা, সম্পাদক মতিউর। Logo ‎মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র মোফাজ্জলের মৃত্যু। Logo আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। Logo রাজধানীর নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযানে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, ৯ জন গ্রেফতার Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ক্ষমতায় গেলে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদা দেবে: সালাহ উদ্দিন আহমেদ

  • ঢাকা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক  স্বীকৃতি দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে  জুলাইয়ের এই ছাত্র গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদা দেবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে ছাত্রদল আয়োজিত “গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সংবিধানের চতুর্থ তফসিলে জুলাই শহীদদের ইতিহাসের বর্ণনা থাকবে, সেই বৈধতা দেওয়া হবে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারও সাংবিধানিক বৈধতা সেইখানে সন্নিবেশিত হবে। সবকিছুই সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশে একদিনে জুলাই  নেমে আসেনি, এর পেছনে দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত ২৩ বছরের শোষণ-শাসনে পাকিস্তানি  স্বৈরশাসক এবং শোষকগোষ্ঠীর দমন-পীড়ন, নির্যাতন, বৈষম্যের শিকার হয়ে অবশেষে এসেছিল ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ। তারপর আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে ৯ বছর ধরে চলেছে অবিরাম আন্দোলন। সেই সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের অবসান ঘটেছে। এখন আবারও বিগত আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্রগণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। প্রত্যেকটি আন্দোলন একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে জড়িত।  মাত্র ৩৬ দিনের একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।”

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র হিসেবে আমরা একটি ভাষ্য পাঁচ মাস আগে ১২ ফেব্রুয়ারিতে জমা দিয়েছি। পরবর্তীতে বিগত ৯ জুলাই এর একটি পরিমার্জিত সংস্করণ চাওয়া হয়, যা আমি নিজেই জমা দিয়েছি। তাই যারা জুলাই ঘোষণাপত্র, তার মর্যাদা ও স্বীকৃতি সম্পর্কে জানতে চান সেখানে আমাদের বক্তব্য এক্ষেত্রে পরিষ্কার। এ বিষয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয়। অর্ডিন্যান্সের কার্যকারিতা শুরু হওয়ার নির্দিষ্ট একটি দিন থাকে, সংবিধান কার্যকর হওয়ারও একটি নির্দিষ্ট দিন থাকে, কিন্তু ঘোষণাপত্রের কার্যকারিতার ক্ষেত্রে দিন নির্ধারণ করা বাধ্যতামূলক নয়। তবে যেটা প্রয়োজন তা হলো মর্যাদা এবং সাংবিধানিক স্বীকৃতি। যেন ভবিষ্যতে এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনও মানুষকে কোনও শাসকগোষ্ঠী অবৈধ বা অসাংবিধানিক আখ্যা দিতে না পারে। সেইজন্য জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বীকৃতির প্রয়োজন রয়েছে।”

তিনি বলেন,”আমরা সংস্কার কমিশনকে জানিয়েছি ৫ আগস্টের আগেই জাতীয় সনদ রূপে এই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে। কিন্তু আমরা যে ধীরগতি লক্ষ্য করছি, তাতে মাঝে মাঝে মনে হয় — নির্ধারিত সময়ের মধ্যে তারা এটি করতে পারবে কি না। তারপরও আমি আশাবাদী। আমি বিশ্বাস করি, আমরা পারবো।”

এ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মজলিশ, ছাত্রফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন সোসাইটি, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তবে অনুপস্থিত ছিল ইসলামি ছাত্রশিবির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ক্ষমতায় গেলে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদা দেবে: সালাহ উদ্দিন আহমেদ

আপডেট সময় : ১১:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক  স্বীকৃতি দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে  জুলাইয়ের এই ছাত্র গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদা দেবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে ছাত্রদল আয়োজিত “গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সংবিধানের চতুর্থ তফসিলে জুলাই শহীদদের ইতিহাসের বর্ণনা থাকবে, সেই বৈধতা দেওয়া হবে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারও সাংবিধানিক বৈধতা সেইখানে সন্নিবেশিত হবে। সবকিছুই সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশে একদিনে জুলাই  নেমে আসেনি, এর পেছনে দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত ২৩ বছরের শোষণ-শাসনে পাকিস্তানি  স্বৈরশাসক এবং শোষকগোষ্ঠীর দমন-পীড়ন, নির্যাতন, বৈষম্যের শিকার হয়ে অবশেষে এসেছিল ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ। তারপর আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে ৯ বছর ধরে চলেছে অবিরাম আন্দোলন। সেই সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের অবসান ঘটেছে। এখন আবারও বিগত আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্রগণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। প্রত্যেকটি আন্দোলন একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে জড়িত।  মাত্র ৩৬ দিনের একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।”

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র হিসেবে আমরা একটি ভাষ্য পাঁচ মাস আগে ১২ ফেব্রুয়ারিতে জমা দিয়েছি। পরবর্তীতে বিগত ৯ জুলাই এর একটি পরিমার্জিত সংস্করণ চাওয়া হয়, যা আমি নিজেই জমা দিয়েছি। তাই যারা জুলাই ঘোষণাপত্র, তার মর্যাদা ও স্বীকৃতি সম্পর্কে জানতে চান সেখানে আমাদের বক্তব্য এক্ষেত্রে পরিষ্কার। এ বিষয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয়। অর্ডিন্যান্সের কার্যকারিতা শুরু হওয়ার নির্দিষ্ট একটি দিন থাকে, সংবিধান কার্যকর হওয়ারও একটি নির্দিষ্ট দিন থাকে, কিন্তু ঘোষণাপত্রের কার্যকারিতার ক্ষেত্রে দিন নির্ধারণ করা বাধ্যতামূলক নয়। তবে যেটা প্রয়োজন তা হলো মর্যাদা এবং সাংবিধানিক স্বীকৃতি। যেন ভবিষ্যতে এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনও মানুষকে কোনও শাসকগোষ্ঠী অবৈধ বা অসাংবিধানিক আখ্যা দিতে না পারে। সেইজন্য জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বীকৃতির প্রয়োজন রয়েছে।”

তিনি বলেন,”আমরা সংস্কার কমিশনকে জানিয়েছি ৫ আগস্টের আগেই জাতীয় সনদ রূপে এই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে। কিন্তু আমরা যে ধীরগতি লক্ষ্য করছি, তাতে মাঝে মাঝে মনে হয় — নির্ধারিত সময়ের মধ্যে তারা এটি করতে পারবে কি না। তারপরও আমি আশাবাদী। আমি বিশ্বাস করি, আমরা পারবো।”

এ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মজলিশ, ছাত্রফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন সোসাইটি, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তবে অনুপস্থিত ছিল ইসলামি ছাত্রশিবির।