
-কে এম আবুতাহের চৌধুরী
শান্ত নীরব পরিপাটি শহর সোনার মদিনা
বারে বারে মন যেতে চায় বাধা মানে না ।
যে মাটিতে শুয়ে আছেন হাবিব আল্লাহর
তাঁরই দরশনে শান্ত হয় মন মুমিন বান্দার ।
লাখো সাহাবীর পদভারে কাঁপতো যে নগর
নবী পাকের স্মৃতি ধন্য পাহাড় ঘেরা শহর ।
মসজিদে নববীতে সোনার রঙে করে জ্বলজ্বল
এবাদত করতে তৃপ্তি লাগে প্রাণ হয় উতল ।
নবীজীর রওজায় সালাম দিতে ছুটে মুমিন দল
রাসুলকে (সা) সালাম দিয়ে ঝরে অশ্রু জল ।
মসজিদে কুবা , ক্বিবলাতাইন ,ওহুদ প্রান্তর
বাকীতে আছে সাহাবীদের হাজারো কবর।
মদিনার মানুষ ,তাদের আচার, সুন্দর ব্যবহার
নবীর পরশে ধন্য মাটি সোনার মদিনার ।
মদিনায় যেতে তাওফিক দিও পরওয়ার দিগার
নবীজীর রওজায় হাজির হতে মন চায় বার বার ।