
আশেকানে শাহ মোস্তফা (রঃ) গ্রুপের পক্ষ থেকে ২২ জুন রবিবার গোবিন্দপুর, গাউছিয়া জালালিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরীফ ও ছাতা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গাউছিয়া জালালিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা ও পৃষ্টপোষক বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী এর সভাপতিত্বে এবং মাদ্রাসার সহ সুপার মাওলানা মাসুকুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মশাহিদ উদ্দিন,মাওলানা আব্দুল মুহিত হাসানী,মোঃআমিরুল ইসলাম,সৈয়দ সুজাত আহমদ শিমুল,মোঃআলমগীর হোসেন,সৈয়দ নাজাত উল্লা,মোঃআছলম হোসেন।
এতে উপস্থিত ছিলেন গাউছুল আযম জামে মসজিদের সভাপতি জনাব লেচু মিয়া, মোঃসিরাজুল ইসলাম,আব্দুল আহাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক সহ আরও অনেকে।
বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী ও আশেকানে শাহ মোস্তফা (রঃ) গ্রুপের প্রতিষ্টাতা ও সভাপতি দেওয়ান মাহবুব আলম চৌধুরীর পৃষ্টপোষকতায় সংগঠন টি মৌলভীবাজার জেলা ব্যাপী বিভিন্ন সামাজিক ও ধর্মী কাজ পরিচালিত হয়ে আসছে দীর্ঘ দিন যাবত, এরই ধারাবাহিকতায় গুলশানে বাগদাদ গোবিন্দপু গাউছিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরীফ ও ছাতা বিতরণ করা হয়।
অনুষ্টান শেষে মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী সাহেব।অনুষ্টান শেষে দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করা হয়।